দেবী প্রসঙ্গে

12238359_10153327965626973_4755189591216612547_o

মাথায় গুরুভার মুকুট- কিংবা হালফ্যাশনের বস্ত্রনিপাট- দেবী। কি করে, কে বানায়, আর কে হয়- কি পাপে কিংবা পাপের প্রায়শ্চিত্তে।

ভালবেসে মালা পড়ালে যদি- দেবী সে, কখনো বেশ্যা নয়। কখনো খেলাপী নয়- অথচ প্রস্তরের পাল্পলিপি জানে অন্তরীয় সংশয়।

এন্তার গীতিকাব্য হল লেখা। গল্প-গান-ভালবাসার উতকৃষ্টতম অর্ঘ্য অর্পিত হল যে পায়ে- তার নখরে লুকিয়ে থাকা সবুজ শ্যাওলা; যে মালা জড়ালে বাহু বেঁধে গলে গলে, সে কন্ঠের ফাঁস, থাকল অলখেই।

দেবীরা বড় শূণ্যে শূণ্যে চলে,

পায়ের পাতা ছোঁয় না মাটি মোটে

দেবীরা বড্ড বেছে বেছে কথা বলে

পাছে বদ লোকে কথাটা পেঁচিয়ে ফ্যালে!

পৃথিবীর চির-রহস্যের আধার- দেবী।

এই ললাট-লিখন খন্ডায় সাধ্য কার?

দূর্গ বিনা অচল সে নন্দিনী

প্রাচীরে ফাটল ধরাবে রাজকুমার!

 

হ্যাঁ, দেবীরা খুবই উদ্ধারকামী। স্বয়ম্ভূ হলেও তার বাহন চাই, হাতিয়ার প্রস্তুত থাকলেও তার শ্রমীক আবশ্যক। আর খুব করে, খুব-খুব করে, আরাধনা চাই!

দেবীরা খুব আরাধ্য না হলে প’রে

পুরোহিতেরা সব পেটে-ভাতে মরে

গল্প-কেচ্ছা-দালানের গা খসে-খসে

ইতিহাস-গড়া প্রতীমাটি ভেঙে পড়ে

ভূমিষ্ঠ হতে না হতেই তাই দেবী

গায়ে পরে নেয় পুরাণের আলোয়ান

চোখে এঁটে নিয়ে সাদা-কালো শ্রেণী-চশমা

ডানা দু’টো কেটে গার্বেজ ক্যানে ফ্যালে।

 

আসবে পতিত-পাবন, দেবী জানে। আসবে ত্রাতা, আসবে শ্রোতা, রাজা ও ভিখারি, দেব ও দানো।

 

অথচ আমরা দেখি, হাওয়ার ঝড়ে-মেঘে তার একটি পালকও উন্মীলিত হয় না।

 

দেবীদের জাগরূক হতে নেই।

 

 

 

6 thoughts on “দেবী প্রসঙ্গে

  1. খুব ভালো লেগেছে। মেয়ে বা নারর দেবীরূপের যথার্থ বিশ্লেষণ যেন। তবে কিছু কথাও আছে। এই যেমন দেবীকে দেবী বানালো কে বা কারা। মানে দেবীর এই-এই বৈশিষ্ট থাকবে এটা পুরাণে বর্ননা করল কারা? সেই তো দেবর্ষীরূপী পুরুষই সৃষ্টি করল দেবীকে

    Liked by 1 person

    1. অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য 🙂 দেবীকে নির্মাণ করে পুরুষই/পুরুষতন্ত্রই। প্রথা-বিরোধী না হয়ে নারীও যুগে যুগে মেনে নেয় এই নিয়মাবলি। অতি শক্তিমতি হয়েও সে নির্দিষ্ট হয় পুরুষের সংজ্ঞায়। আরাধ্য না হলে হতে হয় নির্যাতিত। বধু না হলে হতে হয় গণিকা। এমনি নানা ধারায় চলতে থাকে তার নির্মাণ।

      মাতা ও গণিকা নিয়েও কিছু লেখার ইচ্ছা আছে।

      Like

  2. “দেবীদের জাগরূক হতে নেই” খুব সত্যি লিখেছেন আপু, অনেক ভালো লাগলো

    Liked by 1 person

    1. অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য, প্রমা। সত্যি-মিথ্যা জানা নেই, যেমন মনে হয় তারই প্রকাশ 🙂

      Like

Leave a comment