– পল দ্য রু
সব আবহাওয়ার একটা নিজস্ব আলো আছে
প্রজ্জ্বল বা বিস্বাদ, ঘরের মেঝেতেও তা দৃশ্যমান।
দিনের পর দিন, এভাবে গোটা জীবন কাটিয়ে দেয়া যায়
বসন্ত, গ্রীষ্ম, হেমন্ত, শীতকালীন বৈচিত্র্যের মাপজোক করে।
এবং কোন এক অবশ্যম্ভাবি মুহুর্তে এক অপ্রত্যাশিত
আলোকচ্ছটা আমাদের চমকে দিতে পারে।
Continue reading “একদিন, প্রতিদিন”